ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন: পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা কোনোভাবেই সমর্থন করি না, জাতীয়তাবাদী ছাত্রদলও তা সমর্থন করে না। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের ব্যক্তিগত ফেসবুক আইডির বায়ো’তে লেখা আছে: ‘৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন।
এসময় শ্যামল বলেন: যেহেতু আমরা ছাত্রদের নানা অধিকার নিয়ে কথা বলছি, তাই আমাদেরকে বিতর্কিত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন: আইডি হ্যাক হওয়ার পর আমার কোনো ফেইসবুক আইডি নেই। আমার নামে ষোলটি আইডি চলে যেগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সভাপতি ফজলুর রহমান খোকনের নামে বাইশটি আইডি অথচ তারও কোনো ফেইসবুক আইডি নেই। ফজলুর রহমান খোকন বলেন: আমাদের কোনো ফেইসবুক আইডি নেই, আমাদের ভুয়া একাউন্ট থেকে যদি কোনো বিভ্রান্ত তৈরি হয় তার দায়িত্ব আমরা নিবো না।
ইকবাল হোসেন শ্যামল বলেন: ডাকসু জিএস গোলাম রাব্বানীর ছাত্রত্ব নিয়ে প্রশ্ন উঠায় তা ধামাচাপা দিতেই এমন করা হয়েছে। ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন: ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির নামেও অনেকগুলো আইডি রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।