
প্রকাশ: ২৯ জুন ২০১৯, ২:৩০

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ৩০০ সিটে মনোনয়ন বাণিজ্য করেছে। সেই বাণিজ্যের টাকা কোথায় রাখল? খোঁজ করলে সুইস ব্যাংকের হিসাবে পেয়ে যাবেন। সুইস ব্যাংকের লিস্টে বিএনপির নাম এসেছে। শনিবার(২৯জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলের ওপর জনমত যাচাই-বাছাইয়ের আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা একথা বলেন। জনমত যাচাইয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন বললেন, সুইস ব্যাংকে টাকার কথা। ওনাকে আমি বলব, সুইস ব্যাংকের টাকায় কাদের নামে লিস্টটা এসেছে? উনি যেন একটু ভালো করে দেখেন। যাদের প্রশংসায় ওনারা পঞ্চমুখ আর যাদের কথা এত বেশি বলেন, তাদের নামটাই এসেছে। ’


ইনিউজ ৭১/টি.টি. রাকিব