
প্রকাশ: ২৪ জুন ২০১৯, ৪:২৬

জিয়া পরিবারের ঘনিষ্ঠ এক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন না ওই পরিবারের নতুন কোনো সদস্য। তার কথার সূত্র ধরেই অন্য এক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থায়ী কমিটির শূন্য তিন পদ যদি পূরণ করা হয়, তাহলে তা হবে ব্যবসায়ী অথবা দলের নিবেদিত বিশ্বস্তদের দিয়ে। তাই এ মুহূর্তে জিয়া পরিবারের আর কারোরই সুযোগ নেই। গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই নেতা জানালেন, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর বিএনপির হাল ধরবেন খালেদা জিয়ার পছন্দের নাতনি তারেক কন্যা জাইমা রহমান। তবে তা এখনই নয়, ভবিষ্যতের বিষয়। জিয়ার পরিবারের নতুন কোনো সদস্য এখনই রাজনীতিতে আসুন, এটা চান না খালেদা জিয়া।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব