জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি বাস্তবায়নসহ চলমান নানা ইস্যু নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে ২০ দল। সোমবার সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান এ কথা জানিয়েছেন।
জোট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজকের বৈঠকে সে বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও চলমান রাজনৈতিক ইস্যুও জোটের বৈঠকে প্রাধান্য পাবে। গত মাসের ৮ তারিখ সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতি মাসের ৮ তারিখে জোটের বৈঠক হবে হবে সেদিন সিদ্ধান্ত হয়। তবে এবার ঈদুল ফিতরের জন্য বৈঠক করা সম্ভব হয়নি বলে জানান জোট নেতারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।