
প্রকাশ: ২২ জুন ২০১৯, ৩:৪৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ কেনা ও তোলায় দুর্নীতিতে জড়িত মাসুদুর রহমান ছাত্রজীবনে ছাত্রদল নয় বাম করতেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক মাসুদুর রহমান বুয়েটের ছাত্রদলের ভিপি ছিলেন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিরোধিতা করেন বিএনপির মহাসচিব। শনিবার বিকেলে গুলশানে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব