লুৎফুজ্জামান বাবর হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২০শে এপ্রিল ২০১৯ ০১:৫১ অপরাহ্ন
লুৎফুজ্জামান বাবর হাসপাতালে

সিলেটের কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন। চিকিৎসক তাকে চেকআপ করে কয়েকটি পরীক্ষা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কঠোর নিরাপত্তায় হাসপাতালে তার পরীক্ষা চলছে। সকালে হাসপাতালে পৌঁছে হুইল চেয়ারে করে বাবরকে চিকিৎসকের কক্ষে নিয়ে যান কারারক্ষীরা।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বলেন, কয়েদি হিসেবে নিয়মিত চেকআপের জন্য লুৎফুজ্জামান বাবরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর দীর্ঘদিন ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। এছাড়া হবিগঞ্জে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামিও তিনি।

ইনিউজ ৭১/এম.আর