
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার প্যারোলে মুক্তি চায় না বিএনপি। নিঃশর্ত মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনে করছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। পাশাপাশি প্যারোলের নামে ইস্যু তৈরির চেষ্টা করছে দলটি। এ ধরনের ইস্যু তৈরির চেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতের আদেশে দণ্ডপ্রাপ্ত হয়ে আসামি হিসেবে কারাগারে রয়েছেন। জেলকোড অনুযায়ী তাকে চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে।
আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বলেন, ‘বিএনপি সব কিছুর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। একটা মানুষ রাজবন্দি থাকলে, অপরাধ করে কারাগারে থাকলে তার দুটি পথ আছে মুক্তির। একটা হচ্ছে-আইনগত লড়াই করে, আরেকটি মহামান্য রাষ্ট্রপতির কাছে দায়মুক্তি চেয়ে আবেদন করা। এই দুটির কোনোটিই অনুসরণ না করে যদি কেউ প্যারোলে মুক্তি চান তবে সে বিধানও আছে।’ তিনি বলেন, ‘সেই বিধান অনুযায়ী প্যারোলে যদি তিনি মুক্তি চান, তাহলে তাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করতে হবে। প্যারোলে মুক্তি পাওয়ার মতো যুক্তিযুক্ত কারণ থাকতে হবে। তাহলে সরকার সেই ক্ষেত্রে বিবেচনা করতে পারে, নাও পারে।’

ইনিউজ ৭১/এম.আর