বিএনপি নেতা কাজী আসাদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা এপ্রিল ২০১৯ ০২:৩০ অপরাহ্ন
বিএনপি নেতা কাজী আসাদের দাফন সম্পন্ন

জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান আসাদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ব পূর্ণবর্তী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কাজী আসাদের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম মনিরুজ্জামান পিনু, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএম মনিরুজ্জামান পিনু বলেন, কাজী আসাদ একজন নির্লোভ ব্যক্তি ছিলেন। তিনি ৪০ বছর ধরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই ৪০ বছরে দল অনেকবার ক্ষমতায় এসেছে। কিন্তু কাজী আসাদ ঢাকায় একটি বাড়ি পর্যন্ত করতে পারেননি। আমরা একজন সৎ রাজনীতিবিদকে হারালাম। কাজী আসাদ বুধবার সকাল ৯টায় রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কাজী আসাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

ইনিউজ ৭১/এম.আর