বাংলাদেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৬ই জানুয়ারী ২০১৯ ১০:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে

বাংলাদেশের বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন বলে দাবি করেছেন তারা আসলে নির্বাচিত নয়; যে গেজেট প্রকাশ করা হয়েছে তা অবৈধ। আমরা ইতিপূর্বে এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি এবং আজও করছি। শনিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, কারচুপির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই সরকার প্রহসনের নির্বাচন করেছে। এতে সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন হয়েছে। এর মাধ্যমে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। ড. কামাল আরও বলেন, বিরূপ পরিস্থিতির মধ্যেও আমাদের দুই প্রার্থীর জয় লাভ করেছেন, সেটি বড় অর্জন। গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথর ব্যাপারে আমরা ইতিবাচক। এই শপথ নেওয়ায় ঐক্যফ্রন্টে কোনো ফাটল ধরবে না। এসময় তিনি দ্রুত নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠনের দাবি করেন।