
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উদ্বেগ প্রকাশ করেছেন, তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ (সাবেক টুইটার) এক পোস্টে মোদি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে পেরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের গণজীবনে তার দীর্ঘ অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তার দ্রুত সুস্থতার জন্য ভারতের আন্তরিক শুভকামনা রইল। পাশাপাশি সম্ভব হলে যেকোনো ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত।
