প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২১:৫৪
ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি জুলাই সনদে সই করবে কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তিনি বলেন, “দুটি দল বলেছে, পিআর (প্রার্থী নির্বাচন) ছাড়া তারা সই করবে না। তবে বিএনপি এখনও সুনির্দিষ্ট কিছু ঘোষণা করেনি। আমরা বলেছি, যদি বিএনপি যে কথাগুলো বলেছে সেগুলো লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে অসম্মতি প্রকাশ করি না, সেগুলোও লিপিবদ্ধ করা হয়—অবশ্যই জুলাই সনদে সই করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”