প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতির জন্য একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে তিনি মনে করেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তার অনুযায়ী কার্যক্রম পরিচালনা হচ্ছে।
তিনি সংবিধান সংশোধনের প্রসঙ্গ টেনে বলেন, নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেয়ার ক্ষমতা রাখে। যদি ভিন্ন কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয়, তবে ভবিষ্যতে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
বিএনপি নেতা আরও বলেন, সরকারের কিছু অর্জন রয়েছে এবং কিছু ব্যর্থতাও আছে। তবে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন না হলে এ সমস্ত অর্জনের কোনো মানে হবে না। সুষ্ঠু নির্বাচনই সরকারের কার্যক্রমকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তুলবে।
সভায় অন্যান্য বক্তারা নির্বাচনের পরিবেশ এবং ভোট প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন। তারা বলেন, ভোট নিয়ে জনগণের দুশ্চিন্তা দূর করা সরকারের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ নিশ্চিত হবে যে তাদের ভোটের মর্যাদা রক্ষা পাচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাজনৈতিক দল, প্রশাসন এবং নাগরিক সমাজকে একত্রিতভাবে কাজ করতে হবে যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
তিনি সতর্ক করে বলেন, নির্বাচন না হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সকল পক্ষকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা এ অভিমত প্রকাশ করেন যে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা ছাড়া দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব নয়। তারা সবাই একমত হন যে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য।