প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:৫
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এক লড়াইয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সামনে আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। শনিবার (১৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে তিনি আরও বলেন, এই আন্দোলন শুধুমাত্র সরকারের পতনের জন্য নয়, বরং একটি নতুন, ন্যায়ভিত্তিক, জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। বক্তব্যের শুরুতেই তিনি সমাবেশে আসার পথে প্রাণ হারানো তিন কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাদের জান্নাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না। এই লড়াই আমাদেরকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, ফ্যাসিবাদের মতো দুর্নীতিকেও এই দেশের মাটি থেকে নির্মূল করা হবে।তিনি আরও যোগ করেন, আগামীর বাংলাদেশ হবে দায়বদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী এক রাষ্ট্র যেখানে মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে।এই সমাবেশে অংশ নিয়ে হাজার হাজার নেতা-কর্মী সরকারের প্রতি বার্তা দিয়েছেন—ফিরে যাও ফ্যাসিবাদ, সামনে দুর্নীতিবিরোধী জনতার ঢল।