
ঢাকায় মৃত্যু, দিল্লিতে দাফন আ.লীগের: সালাহউদ্দিন আহমদ

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:৫৪
শেয়ার করুনঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, "আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।" সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “ছাত্র-জনতাসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে। এই গণ-অভ্যুত্থান দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।” তিনি অভিযোগ করে বলেন, “দেশে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। তবে দেশের মানুষ তা আর মেনে নিচ্ছে না।”
সংস্কৃতি বিষয়েও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, “বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশ, বৈশাখী মেলা—এসব আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। কিন্তু এসবকে নষ্ট করার জন্য আওয়ামী লীগ সরকার মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছে, যা বিদেশি সংস্কৃতির ছোঁয়া বহন করে।”
তিনি বলেন, “এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বাংলা নববর্ষ উদযাপন করে আসছে। এর মধ্যে ধর্মকে টেনে এনে বিভাজনের চেষ্টা করছে একটি মহল। সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চায়, তাদের বিদায় করতে হবে।”

সালাহউদ্দিন আহমদ বক্তৃতার একপর্যায়ে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “বাঙালি সংস্কৃতি আমাদের আত্মপরিচয়। ভারতীয় সংস্কৃতির অনুকরণ করে আমাদের ঐতিহ্যকে ধ্বংস হতে দেওয়া যাবে না। তাই ভারতীয় সংস্কৃতিকে বর্জন করে নিজেদের মূলধারার সংস্কৃতি চর্চা করতে হবে।”
অনুষ্ঠানে জাসাস নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
