অপারেশন ডেভিল হান্টে একদিনে গ্রেপ্তার ১৩৪১ জন, উদ্ধার যে সব অস্ত্র

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শনিবার ২২শে ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্টে একদিনে গ্রেপ্তার ১৩৪১ জন, উদ্ধার যে সব অস্ত্র

ঢাকাসহ সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৬৯ জন অপারেশন ডেভিল হান্ট অভিযানে এবং ৫৭২ জন অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন। ফলে একদিনে মোট ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়।


অভিযানের সময় পুলিশ বিভিন্ন অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বেশ কিছু উপকরণ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশে তৈরি একনলা বন্দুক, দুটি কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি এবং একটি কেঁচি। এই অভিযানটি ৮ ফেব্রুয়ারি রাতে শুরু হয় এবং এখন পর্যন্ত ৮ হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


অপারেশন ডেভিল হান্টের মূল উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। এই অভিযান শুরু হওয়ার পরই ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের হামলা চালায়। এ ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। এর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করার ঘোষণা দেয়।


অপারেশন ডেভিল হান্টের আওতায় আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তার করে যাচ্ছে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।