আমরা রাষ্ট্র পরিচালনায় জুলুমের সুযোগ থাকবে না-জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ন
আমরা রাষ্ট্র পরিচালনায় জুলুমের সুযোগ থাকবে না-জামায়াত আমির

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতুল মুজাহিদীন এমন একটি রাষ্ট্র গড়বে যেখানে কোনো ধরনের জুলুম বা হয়রানি হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ডিসেম্বর) ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল সম্মেলনে তিনি এ কথা বলেন।  


ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে। কৃষক তার ফসলের মূল্য, শ্রমিক তার ঘামের মূল্য, এবং সাধারণ মানুষ অফিস-আদালতে হয়রানি থেকে মুক্ত থাকবে। বিচার ব্যবস্থাও হবে নিরপেক্ষ এবং সবার জন্য ন্যায্য। তিনি আরও বলেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে এ সকল লক্ষ্য বাস্তবায়ন করবে।  


সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। এছাড়া বক্তব্য দেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।  


সম্মেলনের শেষে জামায়াতের আমির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন। সুধী সমাবেশেও দলটির ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।  


উল্লেখ্য, জামায়াতের এ ধরনের সম্মেলন নেতাকর্মীদের মধ্যে দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সংগঠনকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন উপস্থিত নেতারা।