পিরোজপুরে জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: শনিবার ৫ই মার্চ ২০২২ ০৯:৪২ অপরাহ্ন
পিরোজপুরে জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার  দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পিরোজপুর জেলা আওয়ামীলীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন। 


জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. এ. আউয়াল এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সদস্য আনিসুর রহমান, সদস্য গোলাম কবীর রব্বানী চিনু। এসময় বাংলাদেশ আওয়ামীলীগ পিরোজপুর জেলা শাখা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসম বক্তারা বলেন, তৃণমূল আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে। যারা জাতির পিতাকে হত্যা করেছে  তারা হত্যার বিচার ২১ বছর আটকে রেখেছে। আমাদের শত্রুরা আমাদের শেষ করে দেয়ার জন্য প্রতিটি মূহুর্তে অপেক্ষা করে।  আপনারা যদি মনে করেন আমরা ১৩ বছর ক্ষমতায় কেউ আমাদের কিছুই করতে পারবে না তবে ভূল করবেন। শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করছেন অপশক্তিরা তখন আন্দোলন সংগ্রামের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে। এদের কোন রাজনৈতিক আদর্শ নাই। জনগনের ভোটে নির্বাচিত সরকারের উপর তাদের আস্থা নাই, তাদের আস্থা অনির্বাচিত সরকারের উপর।