ধামইরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১লা জানুয়ারী ২০২২ ০৪:৩৮ অপরাহ্ন
ধামইরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাটে জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার দুপুর ২টায় জাপা কার্যালয় থেকে জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে উপজেলা জাতীয় পার্র্টির আহবায়ক দেওয়ান মো.আব্দুল হান্নান এর সভাপতিত্বে কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা,কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি এডভোকেট মো.তোফাজ্জল হোসেন। 


সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ছাত্রনেতা মো.মুক্তারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহের আলী প্রামানিক,নওগাঁ পৌর জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন,সেক্রেটারী মাসুদ,জেলা জাপা নেতা মোস্তফা কামাল,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব বদিউজ্জামান বদি,কাজী গোলাম রসুল ইছা,লুৎফর রহমান,ডা.আমিনুর রহমান,আব্দুল আনিছুর রহমান,কামাল পাশা বাদল প্রমুখ। অনুষ্ঠানে ধামইরহাট পৌরসভার আমাইতাড়া মহল্লার আতিকুর রহমানের নেতৃত্বে বেশ কয়েক জন জাতীয় পার্টিতে যোগদান করেন।