প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১৯:২৯
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে।
বিস্তারিত আসছে...
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন দুই সম্ভাব্য প্রার্থী। তারা হলেন—কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে তারা পৃথকভাবে লিখিত আবেদন জমা দেন। কাজী রেহা কবির সিগমা
দীর্ঘ ১৭ বছর পর আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি প্রথমেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে আসবেন। তবে এ উপলক্ষে কেউ যেন এয়ারপোর্টে উপস্থিত না হন—এ আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, এয়ারপোর্টে ভিড় বা হট্টগোল তৈরি হলে দেশের সুনাম এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সামনের বাংলাদেশে জনগণের বিজয় নিশ্চিত হবে। নাহিদ ইসলাম বলেন, ‘সাম্য ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা থেকেই ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। স্বাধীন ভূখণ্ড