বিএনপি কার্যালয়ে ২০১ দিন পর রিজভী

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: বুধবার ৬ই অক্টোবর ২০২১ ০১:২১ অপরাহ্ন
বিএনপি কার্যালয়ে ২০১ দিন পর রিজভী

দীর্ঘ ২০১ দিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ বুধবার (০৬ অক্টোবর) সকাল দশটার দিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি।  এর আগে গত ১৬ মার্চ তিনি সর্বশেষ কার্যালয়ে আসেন। এদিকে, মহামারী করোনাভাইরাস থেকে সুস্থ হয় রিজভীর দলীয় কার্যালয়ে আসার খবরে নেতাকর্মীরা সেখানে ছুটে যান।


বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, গত ১৬ মার্চ করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুকের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয় কিছুদিন।


হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলেন তিনি। বাসায় বসেই তিনি চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হয়ে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিন তলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন দলীয় কার্যালয়ে যাননি রিজভী।


রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিন পর দাপ্তরিক কাজ শুরু করলাম। এখন থেকে নিয়মিত অফিসের কাজ করবো।