মরণোত্তর বিচার করা হবে জিয়াউর রহমানের : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ২৬শে সেপ্টেম্বর ২০২১ ১০:২২ অপরাহ্ন
মরণোত্তর বিচার করা হবে জিয়াউর রহমানের : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার কার্যকর করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের মাস্টারমাইন্ড জিয়া। কানাডা আওয়ামী লীগের আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শনিবার এ মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।


তিনি বলেন, বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অনুপ্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার গ্লানি দূর করেছেন। একটি স্বকীয় জাতিসত্তার পরিচয় দিয়েছেন, একটি মানচিত্র, একটা পতাকা ও একটি পাসপোর্ট দিয়েছেন।


বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে ১৯৭৫ সালের আগস্ট ১৫ আগস্ট ভোরে নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতক। খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জনকে এই পৃথীবি থেকে সরিয়ে দেওয়া হয়।


তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অগ্রযাত্রাকে স্তব্দ করার অপপ্রয়াস চালায়। ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামাকে ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা। যে মহান নেতা নিজের জীবন বাজি রেখে, মানুষের ন্যায় অধিকার আদায়ে আন্দোলন করতে দিয়ে বার বার কারাগারে গিয়েছেন। সেই মহান নেতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করবই।


তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি সেই উন্নয়ন দেখতে পায় না।