প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ৩:৫
বাগেরহাটের মোংলায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর পুত্র শেখ শহীদ কামালের জন্মদিন উপলক্ষে মোংলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল দশটায় মোংলা পৌর আওয়ামী লীগ এর সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপত্বিতে বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জীবনি তুলে ধরেন এবং করোনা পরিস্থিতিতে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ ইমাম হোসেন, কাজী গোলাম হোসেন বাবলু, সুন্দরবন ইউনিয়ান আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক শেখ কবির উদ্দিন,
চাদপাই ইউনিয়ান আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক,শেখ আজিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক,আবু হানিফ,পৌর যুবলীগ এর সাবেক সভাপতি,মোঃ আবু নাসের,পৌর যুবলীগ সভাপতি,এস এম কবির হোসেন,সাধারন সম্পাদক,শেখ আল মামুন,
মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মিজানুর রহমান তালুকদার,মোংলা উপজেলা ছাএলীগের সভাপতি,সিকদার ইয়াছিন আরাফাতসহ ভিবিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি/সম্পাদক।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল কাদের।