প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ২:২৩
পটুয়াখালীর বাউফলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বর্জায় রেখে বাউফল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী স্বেচ্ছোসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
আজ ২৭’ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবন চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দরা ।
এরপর দলীয় কার্যালয় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রিয়াজ সিকদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম লিটল, পৌর ছাত্রলীগের আহবায়ক নিয়াজ মোর্শেদ প্রমুখ ।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাউফল পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় ।