প্রকাশ: ২৭ মে ২০২১, ১৯:৪০
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের ‘শাপলা কলি’ প্রতীকের প্রজ্ঞাপনের পর জানিয়েছে, তারা এই প্রতীকে সন্তুষ্ট নয় এবং শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকের দাবি জানাবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কমিশনের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন। জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা কলি নয়, শাপলা প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিল, শাপলা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট আয়োজন প্রসঙ্গে বিএনপি স্পষ্ট অবস্থান জানিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সময়, ব্যয় ও প্রশাসনিক বাস্তবতার দিক থেকে অযৌক্তিক, অপ্রয়োজনীয় এবং অবিবেচনাপ্রসূত।” বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে গণভোট নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এতে তিনি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘প্রতারনার’ অভিযোগ তুলেছেন। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐকমত্য কমিশনের সাম্প্রতিক সুপারিশকে ‘জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন আজ তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা শেষ পর্যন্ত তাদের প্রক্রিয়া সমাপ্ত করতে পেরেছে। তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে ‘জাতীয়