প্রকাশ: ২৭ মে ২০২১, ১৯:৪০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতির জন্য একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বেলা পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। ছাত্রদলের প্যানেলের নেতারা বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নয় এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তারা মনে করেন, এই পরিস্থিতিতে অংশগ্রহণ করলে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ সম্মেলনে
ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে সম্ভাব্য সহিংসতা এড়াতে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ছাত্র সংগঠনগুলোকে দ্বন্দ্বে না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে দল দুটির হাইকমান্ড এই নির্দেশনা দেয়। রাজনৈতিক সূত্রে জানা যায়, ফলাফল ঘোষণার আগে সরকারের পক্ষ থেকে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও স্পষ্ট জানানো হয়, যদি বিশৃঙ্খলা বা সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম বিপুল ভোটে জয়ী হয়েছেন। বুধবার সকালে ঘোষণা করা ফলাফলে দেখা যায়, ১৮ হলের মোট ফলাফলে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন। ভিপি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী
ডাকসু নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলামসহ তাঁদের অনুসারীরা সেখানে অবস্থান নেন। তাঁরা অভিযোগ করেন, ভোট গণনায় কারচুপি হচ্ছে এবং প্রশাসন সঠিকভাবে প্রক্রিয়া প্রদর্শন করছে না। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ আরও বেশ কয়েকজন