শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল: পর্যটনের নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২৫ ০৭:১৯ অপরাহ্ন
শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল: পর্যটনের নতুন দিগন্ত

দেশের পর্যটন শিল্পের বিকাশে তিন দিনব্যাপী "হারমোনি ফেস্টিভ্যাল" শুরু হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।


উৎসবে বিশেষ অতিথি হিসেবে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এবং অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।


উৎসবে স্থানীয় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। প্রথম দিনেই পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। এ ছাড়াও ৫০টি স্টলে ঐতিহ্যবাহী খাবার, কুমারদের মাটির তৈরি পণ্য এবং স্থানীয় তাঁতের পণ্য প্রদর্শন করা হচ্ছে।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হারমোনি ফেস্টিভ্যাল শুধু পর্যটন শিল্পের বিকাশে নয়, বরং শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী চা বাগান, বন্যপ্রাণী অভয়ারণ্য, এবং নৃ-গোষ্ঠীর জীবনধারা পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেই এই উৎসব আয়োজন করা হয়েছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চলমান এ উৎসবে স্থানীয় জনগণের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।