রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২৫ ০৭:১২ অপরাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর দাফন সম্পন্ন

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ওমর আলী সিকদার আর নেই। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।


আজ বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হয়। বিএমপি এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজিৎ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।


গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক হাওলাদার, বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ওমর আলী সিকদার তাঁর জীবনে অসামান্য ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কাশিপুর ইউনিয়নের মানুষ তাঁকে একনিষ্ঠ মুক্তিযোদ্ধা এবং সবার প্রিয় অভিভাবক হিসেবে স্মরণ করবে।


কাশিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক হাওলাদার বলেন, "বীর মুক্তিযোদ্ধা ওমর আলী সিকদার আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস। তিনি ছিলেন সাহসী যোদ্ধা ও সমাজের একজন আদর্শবান মানুষ। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।"