ইউপি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে মামলায় জয়ী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ২২শে নভেম্বর ২০২৪ ০৪:১২ অপরাহ্ন
ইউপি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে মামলায় জয়ী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

পটুয়াখালী সদর উপজেলাধীন মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফলের বিরোধিতা করে দায়েরকৃত মামলায় জয়ী চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান টিটু মৃধার দায়িত্ব ভার গ্রহন উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন।


গত ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয় পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম মৃধা। তবে নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে মামলা দায়ের করেন আরেক চেয়ারম্যান প্রার্থী পটুয়াখালী জেলা কৃষক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান টিটু মৃধা। টানা তিন বছর আইনি লড়াই শেষে ২০২৪ সালের ২২ অক্টোবর নির্বাচনের রায় পক্ষে আসে কৃষকদল নেতা টিটুর। এরপরেই শুক্রবার (২২নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নবাগত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন জেলা কৃষক দল নেতা মোঃ মনিরুজ্জামান টিটু মৃধা।  


অনুষ্ঠানের বক্তব্যে মনিরুজ্জামান টিটু বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার পরেও ভোট চুরি হয় সেটি আমরা আগে জানতাম না। তবে শেখ হাসিনার সময়ে সেটি হয়েছে। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন কিন্তু তারপরেও আমি নির্বাচনে হেরে গিয়েছি। আমি আপনাদের আমানত রাখতে পারিনি। এটা আপনাদের নয় এটা আমার ভুল। তাই আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি একটু চেষ্টা করে দেখবো। আল্লাহ আপনাদের কথা শুনেছে। মামলার মাধ্যমে আমি জয়ী হয়ে এসেছি। আমি আপনাদের সাথে কাজ করবো সুষম বন্টনের মাধ্যমে।


আয়োজিত দায়িত্ব ভার গ্রহণের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিচবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মিঠু মৃধার সভাপতিত্বে ও স্থানীয় দক্ষিণ কেওয়াবুনিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা সুপার হাফেজ আলমগীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দল নেতা নাসির উদ্দিন লিটন, স্থানীয় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, ছাত্রদল নেতা আলী আহম্মেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।