সরাইলে বোরো বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকরা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২০শে ডিসেম্বর ২০২০ ১২:১৮ অপরাহ্ন
সরাইলে বোরো বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা হাওর অঞ্চলে কৃষকরা ইরি-বোরো ধানের মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ট্রাক্টর, পাওয়ার টিলার প্রভৃতি দ্বারা এসব বীজতলা তৈরি করা হচ্ছে। এছাড়াও অনেক দরিদ্র কৃষকরা তাদের স্বল্প পরিসরের ভূমিতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে ইরি-বোরো ধানের বীজতলাও তৈরি করছেন।সরাইলের বিভিন্ন অঞ্চল সারেজমিন পরিদর্শন করে জানা যায়, “ সরাইল উপজেলা চুন্টা, পাকশিমুল, অরুয়াইল পানিশ্বরও কালিকচ্ছের  কৃষকরা ভূমির আইল বাধা,

জমির আগাছা পরিষ্কার করা, কোদাল দিয়ে জমির উঁচু-নিচু জায়গাগুলো সমান করা, শুকনো জমিতে সেচ প্রদান করাসহ প্রভৃতি কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।”সরাইল উপজেলার বিভিন্ন হাট-বাজারে, দোকান পাটগুলোতে বিভিন্ন ধরনের বোরো-ইরি ধানের বীজ বিক্রি হচ্ছে। কৃষকরা এসব বীজ ক্রয় করার জন্য দোকানগুলোতে অত্যধিক পরিমাণে ভীড় জমাচ্ছেন।সরাইল উপজেলার হাট-বাজারের কয়েকজন দোকানদাররা জানান, “বোরো মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি-২৮, ব্রি-২৯ ধানের বীজগুলো প্রচুর বিক্রি হচ্ছে।

এছাড়াও হাইব্রিড জাতের ধানের বীজগুলোও সংগ্রহ করছেন কৃষকরা। সরাইলের বিভিন্ন অঞ্চলের কৃষকদের সাথে কথা বললে তারা জানান, “আমন ধানগুলো সফলভাবে ঘরে তুলতে পেরেছি। এখন বোরো বীজতলা তৈরি করছি। আবহাওয়া অনুকুলে থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। আমনের তুলনায় বোরো ধানের ফলন অনেক বেশী হয়ে থাকে। আমরা আশাবাদী কৃষি কর্মকর্তাদের সহযোগিতা পেলে আমরা এবারো সফল হতে পারবো এবং অনেক ফলন পাবো।