দেশে ফিরেছে বিশ্বজয়ী বীর ছেলেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২০ ০৫:৫০ অপরাহ্ন
দেশে ফিরেছে বিশ্বজয়ী বীর ছেলেরা

প্রথমবার বিশ্বকাপ এল ঘরে। ভারতের মতো শক্তিশালী দেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। আকবর আলীর নেতৃত্বাধীন সেই বিশ্বজয়ী যুবারা অবশেষে দেশে ফিরে এসেছে। আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে বিশ্বজয়ী বাংলাদেশ দলকে বহন করা বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।

ফাইনালের পরদিন আইসিসির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। লাল-সবুজে সাজানো একটি বাস দিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামে যাবেন ক্রিকেটাররা। সেখানে একটি সংবাদ সম্মেলন করে বিসিবির আয়োজনে নৈশভোজে যোগ দেবেন তারা। বৃহস্পতিবার সকাল তারা ফিরে যাবেন নিজেদের পরিবারের কাছে। সবার জন্য বিমান এবং বাসের টিকিটের ব্যবস্থা করেছে বিসিবি।

যুবাদের জন্য গতকালই পুরো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সাজানো হয়েছে রঙিন করে। স্টেডিয়ামের দেয়ালজুড়ে লাগানো বিশাল বিশাল সব ব্যানারের বিশ্বজয়ীদের ছবি প্রদর্শন করা হয়েছে। আজ দুপুরের পর থেকেই সেখানে ভিড় করেছেন কয়েকশ ক্রিকেটপ্রেমী। তারা নানা বাদ্য বাজনা বাজিয়ে আনন্দ করতে করতে ক্রিকেটারদের আসার অপেক্ষা করছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব