এদের সবার বয়স উনিশের বেশি: বিষেণ সিং বেদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৪ অপরাহ্ন
এদের সবার বয়স উনিশের বেশি: বিষেণ সিং বেদি

উপমহাদেশে বয়স ভাঁড়িয়ে খেলা বহু পুরাতন ইস্যু। বাংলাদেশে তো প্রতিটি মানুষেরই দুটি জন্মদিন- একটি আসল আরেকটি সার্টিফিকেটের। পাকিস্তানের শহিদ আফ্রিদি তো ৫ বছর কমিয়ে পুরো ক্যারিয়ার শেষ করেছেন! ইদানিং এই বিষয়টি নিয়ে খুব কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত রবিবার ভারতকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় স্পিনার বিষেণ সিং বেদি।

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বয়স আসলেই উনিশের নিচে কিনা এই বিতর্ক পুরনো। বাংলাদেশ আর ভারত দুই দলের ক্রিকেটারদেরই বয়স বেশি উল্লেখ করে বেদি বলেছেন, 'ভারত, পাকিস্তান, বাংলাদেশ-এশিয়ার যেসব দেশ সেমিতে উঠেছে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের বয়স উনিশের বেশি। আপনি এক মাইল দূরে দাঁড়িয়ে থেকেও এটা বুঝতে পারবেন। কয়েক বছর আগে রাহুল দ্রাবিড় বয়স বাড়িয়ে খেলানো নিয়ে প্রশ্ন তুলেছিল। আমাদের হয়েছেটা কী? আমি অনেক হতাশ।'

শুধু বয়স নয়, ম্যাচের শেষে মাঠের ভেতর যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই দলের ক্রিকেটাররা, তারও কঠোর সমালোচনা করেছেন বেদি। এজন্য অবশ্য দুই দলের পাঁচ ক্রিকেটার আইসিসি থেকে কঠোর শাস্তিও পেয়েছেন। বেদি বলেন, 'দেখুন, বাংলাদেশ যা করেছে, সেটা তাদের সমস্যা। আমাদের ছেলেরা যা করেছে, সেটা আমাদের সমস্যা। কোনোভাবেই এমন ব্যবহারের কোনো যুক্তি থাকতে পারে না। তাদের ব্যবহার ছিল অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়।'