
প্রকাশ: ৩১ মে ২০১৯, ২০:৪৯

দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাইসিনা হিলসে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথ পাঠ করান। তার শপথ অনুষ্ঠানে যোগ দেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে শপথ অনুষ্ঠানে যেতে না পারলেও বৃহস্পতিবার গুজরাটে নিজের ঘরে বসে টিভিতে ছেলের শপথগ্রহণের পুরো অনুষ্ঠান দেখেন নরেন্দ্র মোদির মা হিরাবেন মোদি। এ সময় টিভিতে যখন ছেলে মোদির ছবি ভেসে ওঠে, আবেগে আপ্লুত হয়ে হাততালি দেন এ বৃদ্ধা। আর সেই ছবি পেছন থেকে ক্যামেরায় লুফে নেন ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। বঢ়নগরের ছোট্ট জনপদ থেকে গতকাল ইতিহাস লিখল ছেলে। ছোট্ট সেই নরেন্দ্র আজ দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী। তাই একজন মায়ের আবেগ উথলে ওঠাই স্বাভাবিক।
আপ্লুত হিরাবেনের এ ছবি টুইট করেছে ভারতের সংবাদ সংস্থা এএনআই। ছবিটি এখন ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশটির গণমাধ্যমের শিরোনামেও চলে এসেছে এ ছবি। শপথগ্রহণের আগে মায়ের আশীর্বাদ নিতে গুজরাটে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। ছেলেকে হৃদয়ের অন্তঃকরণ থেকে দোয়াও করেছিলেন হিরাবেন। তবু টিভিতে ছেলেকে দেখে আবারও আশীর্বাদ করেন তিনি। প্রসঙ্গত ৩০৩ আসন নিয়ে আরও একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের ক্ষমতার গোদি মোদির দখলেই রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন নরেন্দ্র মোদি। এ শপথগ্রহণ ঘিরে রাইসিনা হিলসে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়। এদিন নরেন্দ্র মোদির শপথগ্রহণের পর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ সংসদ সদস্য। নতুন মন্ত্রিসভায় বিজেপির সভাপতি অমিত শাহ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পুরনো কেবিনেট সদস্য নির্মলা সিতারামন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এ ছাড়া এলপিজেপ্রধান রাম ভিলাস পাসোয়ান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, বিশিষ্টজনসহ অতিথির সংখ্যা ছিল প্রায় আট হাজার। এবার শপথে পশ্চিমবঙ্গ থেকে যোগ দেন নির্বাচনী সহিংসতায় নিহত ৫৪ পরিবারের ৭০ জন সদস্য। শপথ অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যোগ দিলেও সিদ্ধান্ত বদল করে অনুষ্ঠানে যান পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি।

ইনিউজ ৭১/এম.আর