খাবারের প্যাকেটে মদের বোতল বিলি করে নতুন বিতর্কে বিজেপি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৮ই জানুয়ারী ২০১৯ ০৩:৫৫ অপরাহ্ন
খাবারের প্যাকেটে মদের বোতল বিলি করে নতুন বিতর্কে বিজেপি

খাবারের প্যাকেটের ভিতর রাখা মদের বোতল৷ সেই প্যাকেট বিলি করা হলো সম্মেলনে আসা মানুষদের মধ্যে৷ মন্দিরে অনুষ্ঠিত ওই সম্মেলনের আয়োজক ভারতের উত্তর প্রদেশের বিজেপি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে৷ এ কাজের তীব্র নিন্দা জানানো হয়েছে খোদ বিজেপির পক্ষ থেকেও। জানা গেছে, সোমবার উত্তরপ্রদেশের হারদইয়ের শ্রবণ দেবী মন্দিরে একটি সম্মেলনের আয়োজন করে স্থানীয় বিজেপি৷ গ্রামের বহু মানুষ তাতে যোগ দেন৷ তাদের উদ্দেশ্যে নীতিনকে বলতে শোনা যাচ্ছে, গ্রাম প্রধানদের খাবারের প্যাকেট দেওয়া হয়েছে৷ তাদের কাছ থেকে সকলে যেন সেই প্যাকেট সংগ্রহ করেন৷ এরপর গ্রামের প্রধানদের কাছ থেকে প্যাকেট পেয়ে সেটি খুলে চক্ষু ছানাবড়া গ্রামবাসীদের৷ একজন জানিয়েছেন, প্যাকেটের ভিতর মদের বোতল রাখা৷ একজন কিশোরও সেই খাবারের প্যাকেট পেয়েছে৷ সে জানায়, বাবার সঙ্গে এই অনুষ্ঠানে এসেছে৷ খাবারের প্যাকেটে সেও মদের বোতল পেয়েছে৷

ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিরোধীরা তুলোধনা করতে শুরু করেছে বিজেপিকে৷ খোদ দলের পক্ষ থেকে এই কাজের নিন্দা করা হয়েছে৷ হারদইয়ের বিজেপি সাংসদ অংশুল বর্মার বলেন বিষয়টি তিনি শীর্ষস্তরের নেতাদের জানাবেন৷ তিনি বলেন, ‘খুবই নিন্দাজনক ঘটনা৷ যাদের হাতে পেন ও পেনসিল তুলে দেওয়ার কথা তাদের হাতে মদের বোতল তুলে দেওয়া হচ্ছে৷ লকে তো বিষয়টি জানাবই৷ পাশাপাশি প্রশাসনের কাছে চিঠি লিখে জানতে চাইব কেন তারা কোনও ব্যবস্থা নিল না? অনুষ্ঠানের মূল আয়োজক বিজেপি নেতা নরেশ আগরওয়াল আগে সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত ছিলেন৷ ২০১৮ সালের মার্চ মাসে তিনি বিজেপিতে যোগ দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব