প্রকাশ: ৯ নভেম্বর ২০২০, ১৮:৩
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর এলাকায় জসিম সরদারের মেয়ে সোহাগী(৬) নামে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার লম্পট ৫ সন্তানের জনক মোঃ সেকান্দার (সেকু) হাওলাদারের বিরুদ্ধে। ধর্ষক সেকু পেশায় একজন জেলে। ঘটনার ব্যাপারে শিশুটি জানায়, রবিবার ৮ অক্টোবর সন্ধ্যায় সেকু তাকে চিপস কিনে দেয় এবং দশ টাকার একটি নোট হাতে দিয়ে বাড়ির পাশেই আলমের পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনাটি এলাকাবাসী টের পেলে ধর্ষক সেকু ঘটনার স্থান থেকে পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার জানান, মেয়েটির বাবা থানায় এসে সেকান্দার (সেকু) হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।