প্রকাশ: ১ নভেম্বর ২০২০, ১৮:০
নতুন উদ্যোক্তাদের একটি এনে তাদের ব্যবসার উন্নতিতে নানাবিধ সুবিধার লক্ষে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক বিজনেস গ্রুপ ‘বাংলাদেশ বিজনেস জোন (বিবিজেড)’।প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের উদ্ভোদ্ধ করছেন তারা। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিজনেস জোন বিবিজেড আয়োজিত “Your Best Products” Competition-2020’ এর বিজয়ীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয় বিবিজেড।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিরান গার্মেন্টস অ্যান্ড হ্যান্ডি ক্রাফট এর ব্যবস্থাপনা পরিচালক বদরুল ইসলাম, নিডল ওয়ার্ক লিমিটেড এর সিইও আনিসুর রহমান অপু, গার্মেন্টস ব্যবসায়ী তাশরিক ইমান ও প্রতিযোগীতার স্পন্সর, টাইম এন্ড কোয়ালিটি এক্সপ্রেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক, আলিনুর ইসলাম জীবন।দেশের বাহিরে ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় ভিডিও কলে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বিজনেস জোন গ্রুপের মডারেটর, হাসান মাহমুদ, ফাতেমা মাহমুদ টুসি, গুলশান আরা পাপড়ি ও আরমান কায়সার।
এ সময়, বিবিজেড এর এডমিন এস এম নাজমুল হক বলেন, বাংলাদেশ বিজনেস জোন ফেসবুক গ্রুপের প্রতিটি সদস্য। একটি সুন্দর সম্ভাবনায় ব্যবসায়িক প্লাটফর্ম গড়ার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। তাই সবার জন্য সব সময় শুভ কামনা, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে একদিন কেউ বেকার থাকবে না। সবাই নিজের পায়ে দাড়াবে, সফলতার পথে এগিয়ে চলবে।বিবিজেড পরিবার উদ্যোক্তা তৈরি ও প্রিয় বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে সব সময় কাজ করে যাবে।