প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ১৬:৫০
ইউপি নির্বাচনে এবারের নতুন চমক আবুল খায়ের। জিয়ারকান্দি ইউনিয়নকে নতুন করে সাজাতে ও একটি আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসছেন আবুল খায়ের। ইউনিয়ন বাসীর বিশ্বাস জনাব আবুল খায়ের একজন ন্যায় নীতি, আদর্শ ও ব্যক্তিত্ববান লোক, তার মত ভদ্রলোক চেয়ারম্যান হলে জিয়ারকান্দি একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত হবে।
ইউনিয়ন বাসীরা বলেন, তিনি অত্যন্ত ভদ্র ,বিনয়ী, ও সাদা মনের মানুষ যার মধ্যে কোন কটুবাক্য ,অসাদাচারণ ও প্রতিহিংসা নাই। যে কোন মানুষ বিপদে পড়লে তিনি সাধ্যানুযায়ী সাহায্য করার চেষ্টা করেন। তিনি বিদেশী অর্থায়নে জিয়ারকান্দির বিভিন্ন গ্রামসহ অন্যান্য জায়গায় মসজিদ ও মাদ্রাসা নির্মানে সহযোগিতা করেন।
বর্তমান করোনা ভাইরাসের মহামারীর সময় তিনি সাধ্যানুযায়ী খেটে খাওয়া অসহায় মানুষদের সাহায্য করেন।তিনি অন্যায় পছন্দ করেন না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেন না।জিয়ারকান্দি ইউনিয়নের জনগনের মুখে একটাই কথা আগামী জিয়ারকান্দি ইউনিয়ন কে ঢেলে সাজাতে হলে আবুল খায়ের এর বিকল্প নাই। জিয়ারকান্দিবাসীর ভালবাসা ও প্রানের মানুষ আবুল খায়ের।