প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ৩:১৭
কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির অভিযোগে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে মারতে মারতে এলাকা ঘোরানোর ঘটনায় হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিরানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ভুক্তভোগী পারভীন আক্তার চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।মামলার অন্য আসামিরা হলেন- হারবাং বৃন্দাবনখিল এলাকার জিয়াবুল হকের ছেলে নাছির উদ্দিন (২৮), মাস্টার মাহমুদুল হকের ছেলে নজরুল ইসলাম (১৯) ও এমরান হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩২)। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী পারভীন দাবি করেন, গত শুক্রবার (২১ আগস্ট) একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দুই মেয়ে সেলিনা আক্তার ও রোজিনা আক্তার, ছেলে এমরান এবং তার বন্ধু ছুট্টুসহ চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ পূর্ব হাইদারনাশির ছোট মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। অটোরিকশাটি হারবাং বৃন্দাবনখিল লালব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে দু’টি মোটরসাইকেলে মোট ছয়জন তাদের পিছু নেয়। এসময় অটোরিকশাচালক ভয়ে হারবাং স্টেশন থেকে পশ্চিম দিকে ছুটতে থাকেন। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী ছয়জনসহ আরও বেশ লোকজন অটোরিকশাটি আটকে ফেলে।