প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ২৩:৪৩
ঢাকা ১৮ সংসদীয় আসনের প্রয়াত সংসদ্য সদস্য এডঃ সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য আসনের উপ নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেন্দ্রীয় যুব মহিলা লীগের কেন্দ্রিয় সভাপতি নাজমা আক্তার তাদের মত মধ্যে অন্যতম।যুব মহিলা লীগের কেন্দ্রিয় সভাপতি নাজমা আক্তার আজ সকাল ১১ টায় আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয় থেকে যুব মহিলালীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।জানা যায় সে আগামী কাল দলীয় মনোনয়নের জন্য ফরম জমা দিবেন।
১৯৯১থেকে ১৯৯৬ পর্যন্ত ও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাষণ আমলে দেশ ও জাতির পক্ষে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে ছিল।তার জন্য জেলজুলুম,মামলা হামলার স্বীকারও তাকে হতে হয়েছে।১/১১ এর সময় শেখ হাসিনার কারামুক্তি জন্য আন্দোলন করতে গিয়ে রাষ্ট্রদ্রোহ মামলার আসামী হয়েও আন্দোলন থেকে ফিছিয়ে যায়নি।শেখ হাসিনার মুক্তির জন্য কৌশলে ২ লাখেরও বেশী নারীদের সাক্ষর সংগ্রহের মাধ্যমে যুব মহিলালীগকে আন্দোলন সংগ্রামে সক্রিয় করে রেখেছিল।
সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান ঢাকা-১৮ সহ আওয়ামী লীগের পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির সোমবার ছিলো প্রথম দিন। ফরম সংগ্রহ ১৭ আগস্ট থেকে শুরু ও জমা নেয়া হচ্ছে, যা চলবে ২৩ আগস্ট পর্যন্ত।