প্রকাশ: ১৭ জুন ২০২০, ২০:৪৮
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার তালুকদার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে ঘটনাস্থলেই ইট বোঝাই ট্রাকের দুই শ্রমিকের মৃত্যু এবং আহত হয় আরও তিন জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।