https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ১৬:৪২

শেয়ার করুনঃ
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমূদ্রবন্দরকে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) সকালে আবহাওয়া অধিদফতর এ পূর্বাভাস দিয়েছে। এ দিকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পযন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ /দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনা ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশটির অর্থনীতিতে বিনিয়োগ করতে পারেন। শুক্রবার বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেন্সিয়াল’-এ চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বিনিয়োগ সংলাপে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন।” তিনি বাংলাদেশের গুণগত এবং ভৌগোলিক সুবিধাগুলির

শী জিনপিংয়ের আশ্বাস: হাসিনার আমলের চীনা ঋণে সুদের হার হ্রাস

শী জিনপিংয়ের আশ্বাস: হাসিনার আমলের চীনা ঋণে সুদের হার হ্রাস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আজ এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাসের বিষয়টি প্রাধান্য পেয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সরকারের উত্থাপিত এই বিষয়টির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে, চীনা ঋণের সুদের হার কমানো হবে। শুক্রবার

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের আগ্রহ: শি জিনপিং

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের আগ্রহ: শি জিনপিং

বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদন কারখানা স্থানান্তরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বৈঠকের বিস্তারিত জানান।   শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস ও প্রেসিডেন্ট শি

বেইজিংয়ে ড. ইউনুসের জন্য স্মরণীয় লাল গালিচা সংবর্ধনা

বেইজিংয়ে ড. ইউনুসের জন্য স্মরণীয় লাল গালিচা সংবর্ধনা

চার দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বোয়াও শহরে ব্যস্ত সময় কাটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে তিনি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।   প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীন সফরে বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা

চীন সফরে বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের হাইনান প্রদেশ থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। সেখানে চীনের উপমন্ত্রী সান ওয়েইডং তাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া