ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের জাটকা ধরা থেকে বিরত থাকা সাড়ে ১৩ শত নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে টবগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেহিক দূরত্ব বজায় রেখে বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাজমুস সালেহীণ জানান, ওই ইউনিয়নের ২ হাজার ২ শত ৫৯ জন নিবন্ধিত জেলের মধ্যে সাড়ে ১৩ শত জেলের নামে বরাদ্দ পাওয়া চাল বিতরণ করা হয়। জাটকা ধরা থেকে বিরত থাকা এপ্রিল মাসের বরাদ্দের চাল পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও বিতরণ করা হবে।
ওই সময় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা নাজমুস সালেহীণ, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও নৌবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।