প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১৯:৩১
শপথ নিয়েছেন ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে বিজয়ী তিন জন সংসদ সদস্য (এমপি)। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।শপথ নেয়া তিন সংস সদস্য হলেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।