প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ২৩:৫৪
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশের কিন্ডারগার্টেন গুলোর পাশাপাশি 'ভূঞাপুরের বিভিন্ন কিন্ডারগার্টেন' গুলোর দুর্দিন যাচ্ছে বলে জানিয়েছেন "ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন"। কিন্ডারগার্টেন তথা ব্যক্তিমালিকানাধীন স্কুল গুলো সরকার বা অন্য কোন সংস্থার কোন প্রকার সাহায্য সহযোগিতা ছাড়া সম্পূর্ণ ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত। এর সংখ্যা সরকার গঠিত টাস্কফোর্সের আনুমানিক পরিসংখ্যান ৬০ হাজারের বেশি। এর মধ্যে ভূঞাপুর উপজেলায় রয়েছে ৩০-৩৫ টি প্রতিষ্ঠান। এখানে প্রায় সাত হাজার ছাত্র ছাত্রী লেখা পড়া করে। সেই সাথে প্রায় ছয়'শ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।’
আপনার মহানুভবতায় যেখানে গৃহহীন-ভূমিহীনরা ৬ মাসের খাদ্য ও নগদ অর্থ পাবে। গার্মেন্টসের মালিক শিল্পপতিরা তাদের শ্রমিকদের বেতন দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনা পাবে। সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাসায় বসে থাকলেও তাদের বেতন-ভাতাসহ সকল সুবিধা ভোগ করবে। সেখানে বাংলাদেশের সকল ব্যক্তিমালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এই বিশাল ব্যয়ভার বহনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুমানিক ব্যয় অনুপাতে আর্থিক সহযোগিতা প্রদান করলে এই বিশাল শিক্ষক সমাজ আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে