পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও জিটিভির কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা। শুক্রবার দুপুর বারোটায় মহিপুর প্রেসক্লাবের আয়োজনে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কলপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক মেজবাহ মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মিলন সরকার, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা হামলার নিন্দা জানিয়ে অচিরেই সন্ত্রাসী সোহাগ আকনসহ হামলাকারী কালাবাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান। আর যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে মহিপুর থানার সকল সফলতার নিউজ বর্জনের ঘোষনা।
এবিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকের সাথে কথা বলতে রাজি না হলেও তিনি সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। গত ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় মহিপুর আম বাগান এলাকায় নিউজ সংগ্রহের সময় সাংবাদিক মনির ও তার সন্তানের উপর হামলা চালায় বহুল আলোচিত পর্যটক নির্যাতন মামলার প্রধান আসামী সোহাগ আকন, রেজাউল আকনসহ কালবাহীনির সদস্যরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।