পিয়াজের দাম বেশি রাখায় ৪ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থ দন্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২০শে মার্চ ২০২০ ০৪:০৬ অপরাহ্ন
পিয়াজের দাম বেশি রাখায় ৪ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থ দন্ড

শরীয়তপুরের গোসাইরহাট বাজারে ক্রেতাদের কাছ থেকে পিয়াজ ৮০ টাকা বিক্রি করার দায়ে ৪ ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।শুক্রবার সকালে গোসাইরহাট বাজারে ভ্রাম্মমান আদাত বসিয়ে ৪ ব্যবসায়ীকে এই অর্থ দন্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট আলমগীর হোসাইন।

অর্থ দন্ডিতরা হলেন গোসাইরহাট বাজারের ব্যবসায়ী মোঃ কান্ষন বয়াতি, পাবেল মাদবর, ফারুক রাড়ী ও সজল মৃধা।গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট আলমগীর হোসাইন বলেন, দেশে একটি দুরযোগ চলছে এই দুরযোগ করোনাকে পুঁজি করে গোসাইরহাট বাজারে ক্রেতাদের কাছ থেকে কোনো পণ্যে অতিরিক্ত দাম রাখা হলে কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।ক্রেতাদের কাছ  থেকে ৪৫ টাকার বেশি পিয়াজের দাম রাখলে জেল জরিমানা করা হবে।

ইনিউজ ৭১/ জি.হা