রিকশা চালক শিক্ষককে ভাইস চেয়ারম্যানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে মার্চ ২০২০ ০৫:০০ অপরাহ্ন
রিকশা চালক শিক্ষককে ভাইস চেয়ারম্যানের শ্রদ্ধা

শিক্ষক প্রিত্রিতুল্য, পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমনের লেখা পড়ার জীবনের প্রথম এই লোকটি সুমনকে পড়াতেন তিনি তার শ্রদ্ধেয় শিক্ষক আঃ রহিম মাস্টার। কাউখালী উপজেলায় অনেকের কাছেই তিনি মাস্টের হিসেবে খুব পরিচিত। পরিস্থিতির কারনে স্যার রিক্সা চালায়।

স্যার বুধবার দুপুরে হঠাৎ সুমনে কাছে উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন। সুমন তার পাশে বসিয়ে স্যারের খোজ খবর নেন এবং আপপ্যায়ন করেন। স্যার খুব খুশী ও গর্বিত যে সুমন তার একজন ছাত্র হয়ে কাউখালীর জনগনের নির্বাচিত সেবক হতে পেরেছে।

ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন বলেন, জীবনে সততার সাথে চলতে গিয়ে স্যার তেমন কিছুই করতে পারেনি ব্যাধক্য পৌছে গেছেন সবাই স্যারের জন্য দোয়া করবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব