
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১৫:৫২
টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৯ মার্চ ) বিকাল ৩ ঘটিকায় ভূঞাপুর উপজেলা মুক্তমঞ্চে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ ভোলা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক বদিউজ্জামান খান,গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
