রাজধানীর কুড়িলে ভবনে আগুন
রাজধানীর কুড়িলের কাজিবাড়িতে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ শনিবার বেলা ১২ টা ১৮ মিনিটে কুড়িলের আগুনের খবর পেয়ে আগুন নেভাতে রওনা দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম কালের কণ্ঠকে জানান, আগুন লাগার খবর পেয়ে বেলা ১২:১৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ডিউটি অফিসার। তবে তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।