গাজীপুর সদর উপজেলায় একটি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। রবিবার পৌনে ৬টার দিকে সদর উপজেলার বারিয়া ইউনিয়নের কেশরিতা গ্রামে মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, লাক্সারি ফ্যান কারখানার তৃতীয় তলার আরমেচার সেকশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপক সরঞ্জাম থাকলে তাৎক্ষণিকভাবে তারা সেটা কাজে লাগাতে পারেনি।
কারখানা সূত্রে জানা গেছে, ওই সেকশনে ১৯ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। তাদের ১০ জনই মারা গেছেন। বাকিরা বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশীদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন করছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।