ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট পাঁচজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ থেকে সাখাওয়াৎ হোসেন সানোয়ার, বিএনপি থেকে গোলাম রব্বানী তালুকদার বাদল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহিন সুলতান, জাহাঙ্গীর আলম উজ্জ্বল ও নূর আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন।উল্লেখ্য গত, ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে জয়মনিরহাট ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুতে পদটি শূন্য হয়। আগামী ১ মার্চ মনোনয়ন পত্র বাছাই , ৮ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।