ভোলার বোরহানউদ্দিনে ব্যাটারি চালিত অটো রিক্স্রা ও মোটর সাকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক মাদ্রাসা ছাত্র মো. জিহাদের(১৫)মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১ টায় ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্যেরপুল নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. জিহাদ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের চকডোষ গ্রামের এমরান হোসেনের ছেলে। সে স্থানীয় কাশেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানান, জিহাদ মোটর সাইকেল চালিয়ে ডাওরী বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিকে বোরহানউদ্দিন গামী একটি অটো-রিক্সা তাঁকে বহনকারী মোটর সাইকেলটিকে পাশ দিকে সজোরে ধাক্কা দেয়। এতে আরোহী জিহাদ রাস্তার উপর উল্টিয়ে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানার ওসি(তদন্ত) আবদুল কাদের জানান,এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।